Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মহামায়া

মহামায়া: মহুরী নদীর পূর্ববর্তীতে গডে উঠা এলাকা ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত ৫নং মহামায়া ইউনিয়ন গঠিত হয় । ৫নং মহামায়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা, শিল্প নগরী, ক্রীডা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল। মহামায়া ইউনিয়নে ৫ টি মৌজা কে ৮ টি গ্রামে বিভক্ত করে ৯ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে । ক) নামঃ ০৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদ। খ) আয়তন – ১৩ (বর্গ কিঃ মিঃ) গ) লোকসংখ্যা – ৪৮২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী) ঘ) গ্রামের সংখ্যা – ৮ টি। ঙ) মৌজার সংখ্যা – ৫ টি। চ) হাট/বাজার সংখ্যা -৩৩ টি। ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা। জ) শিক্ষার হার – ৬৪%। ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি, ঞ) উচ্চ বিদ্যালয়ঃ ২টি, ট) মাদ্রাসা- ৪টি। ঠ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মুন্সী আবুল কাশেম